বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামছে খুলনা টাইগার্স। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর।
হার দিয়ে এবারের বিপিএল শুরু করেছিল রংপুর। তবে এরপরেই ঘুরে দাঁড়িয়েছে দলটি। বেশকিছু বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়ে নিজেদের শক্তি বাড়িয়েছে রংপুর। ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে উত্তরবঙ্গের দলটি।
অন্যদিকে দুর্দান্তভাবে টুর্নামেন্ট শুরু করেছিল খুলনা। টানা চার জয়ের পর টানা তিন হারের তেঁতো স্বাদ পেয়েছে এনামুল হক বিজয়ের দল। ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে খুলনা।
রংপুর রাইডার্সের একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), রেজা হেন্ড্রিক্স, রনি তালুকদার, সাকিব আল হাসান, জিমি নিশাম, ডোয়াইন প্রিটোরিয়াস, মেহেদী হাসান, শামীম হোসেন, হাসান মাহমুদ, রিপন মন্ডল, ইমরান তাহির।
খুলনা টাইগার্স একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, অ্যালেক্স হেলস, আফিফ হোসেন, হাবিবুর রহমান সোহান, আকবর আলী, নাহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম, নাসুম আহমেদ, নাহিদ রানা, লুক উড।