অমর একুশে বইমেলায় প্রকাশিত হলো মেহেদী হাসান উজ্জলের উপন্যাস ‘যে প্রেম এসেছিলো’। বইটি প্রকাশ করেছে সব্যসাচী প্রকাশনী। এক আহত হৃদয় ও অন্ধকার কলোনিতে আলো নিয়ে আসা এক নারীকে নিয়ে এ উপন্যাসের গল্প।
মেহেদী হাসান উজ্জল জানান, প্রথম উপন্যাস হিসেবে এই বইটি নিয়ে আমার অন্যরকম এক আবেগ কাজ করে। উপন্যাসের কাহিনীটা যদিও সম্পূর্ণ কল্পনার জগতে সাজানো, তবুও আমার বিশ্বাস এই উপন্যাসে পাঠক হাজারো আত্মার হাহাকার উপলব্ধি করবেন।
তিনি বলেন, মানুষের খুব করে চাওয়াগুলোও যখন পাওয়া হয় না, ঠিক তখনই তার মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করে। আর হতাশাগ্রস্ত মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। পর্দার আড়ালে ঢেকে থাকা সত্যকে খুঁজে বের করতে অপারগ হয়। মানুষ স্মৃতিকে আগলে ধরে বাঁচতেই পছন্দ করে। কিন্তু কখনো কখনো কিছু স্মৃতি মানুষকে বিভ্রান্ত করে তুলে। এই বিভ্রম কাটে সময় হারানোর পর। ‘যে প্রেম এসেছিলো’ এমনই এক বিভ্রান্ত হৃদয়ের কল্পকথা।
বইটির প্রকাশক জানান, বইটির মূল্য ২০০ টাকা। অমর একুশে বইমেলায় ২৫ ভাগ ছাড়ে পাঠকরা বইটি সংগ্রহ করতে পারবেন।