শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

শাল্লায় ফসলরক্ষা বাঁধে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচালকের মৃত্যু 

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৬

সুনামগঞ্জের শাল্লায় ফসলরক্ষা বাঁধের মাটি বহন করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাম ট্রাক মেশিনের নিচে পড়ে নূর ইসলাম (৪৫) নামক এক চালকের মৃত্যু হয়।

রোববার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার হবিবপুর ইউপির ভাণ্ডাবিল হাওরের নোয়াজাঙ্গাল এলাকায় এ ঘটনা ঘটে। 

হাওর রক্ষা বাঁধের ২৫ নম্বর পিআইসির সভাপতি কালীপদ দাশ বলেন, পিআইসির বাঁধে কাজ করছিলেন নুর ইসলাম। তার ট্রাক্টরের ব্রেক ছিল না। গাড়িটি যখন উল্টে যাচ্ছিল তখন আমি চিৎকার করে বলছিলাম লাফ দাও। কিন্তু ড্রাইভার কথা শুনেননি। গাড়িটা উল্টে যায়। ইঞ্জিনের নিচে পড়ে যান তিনি। তার হার ভেঙে গেছে। নূর ইসলাম মিয়া ট্রাক্টরকে বাঁচতে গিয়েই নিজে মারা যান। তার বাড়ি কিশোরগঞ্জে। 

৪ নম্বর ইউপি সদস্য বিশ্বরূপ দাশ বলেন, ড্রামট্রাকের ব্রেক ছিল না। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ইঞ্জিনের নিচে পড়ে মারা যায় লোকটি। ড্রাইভারের মাথা ফেটে গেছে, কোমরের হার ভেঙেছে।

শাল্লা থানার ওসি মিজানুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। ঘটনা মর্মান্তিক।

ইত্তেফাক/পিও