বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

সীতাকুণ্ডে পুলিশের অভিযানে ৮ ডাকাত গ্রেপ্তার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে একের পর এক ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ২ জন ডাকাতির কথা স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. নাহিদ (২১), মো. সোহেল (২০), মো. জাহাঙ্গীর আলম (৩৫), আশরাফুল হাসান (২৪), সাইফুল ইসলাম (২৫), মো. রমজান আলী (২৩), ইমরান হোসেন টিপন (২৫) ও মো. রাজিব (২১)।

জানা যায়, ৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে ১০ থেকে ১২ জন ডাকাত বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদাইনগর গ্রামের বাসিন্দা হাসান ফেরদৌস ও জয়নাল আবেদীনের বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে মালামাল লুট করে। এর কয়েকদিন পর স্থানীয় প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিনের বাড়িতে ১২ থেকে ১৪ জনের একটি দল একইভাবে ডাকাতি করে। এ ঘটনায় সপ্তাহব্যাপী এক অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

মডেল থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, ১ সপ্তাহ যাবৎ অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেপ্তার করা হয়েছে। বাকি অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এবি