বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস উদযাপিত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১২

সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা ভাষাশহীদ স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১মিনিটে সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌরসভার মেয়র নাদের বখত, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম প্রমুখ।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ‘একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনার রক্ত’ প্রতিপাদ্যকে সামনে রেখে একুশের গান, প্রদীপ প্রজ্জ্বলন ও কবিতা পাঠের আসর আয়োজন করে সুনামগঞ্জ কালচারাল ফোরাম।

কালচারাল ফোরামের আয়োজন

সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন, কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি শামস শামীম, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, পৌরসভার কাউন্সিলর সামিনা চৌধুরী, সুনামগঞ্জ কালচারাল ফোরামের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক রিপন চন্দ প্রমুখ।

পরে গান, কবিতাপাঠ ও নৃত্যসহ নানা পরিবেশনা পরিবেশন করেন কালচারাল ফোরামের শিল্পীরা।

ইত্তেফাক/এসটিএম