রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

১৭ দিন পর ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১৬ 

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫০

দেশে ১৭ দিন বিরতির পর ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। তাছাড়া গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ জন। এর আগে গত ৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর একজনের মৃত্যুর খবর দিয়েছিল। 

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে চারজন ও ঢাকার বাইরের হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর দেশে ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত ১ হাজার ৩১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৮৩৩ জন ও নারী ৪৮৩ জন।

গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের। এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। 

ইত্তেফাক/ডিডি