বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

বইমেলায় মীর রবির নতুন কবিতার বই  

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪৪

একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে প্রতিশ্রুতিশীল কবি মীর রবির নতুন কবিতার বই ‘মালঞ্চমালার ক্যাসেট’। বইটি প্রকাশ করেছে জাগতিক প্রকাশন। প্রচ্ছদ করেছেন শিল্পী নির্ঝর নৈঃশব্দ্য। 

বইটি সম্পর্কে মীর রবি বলেন, ‘মালঞ্চমালার ক্যাসেট আমার প্রকাশিত ষষ্ঠ বই। কবিতার বই হিসেবে পঞ্চম। এই বইয়ে স্থান পাওয়া কবিতাগুলো মূলত আমাদের লোকগল্প, লোকগাঁথা ও লোকজ ঐতিহ্যকে ঘিরে রচিত হয়েছে। সাংস্কৃতিক ঐতিহ্য পরম্পরায় নতুন প্রজন্ম আমাদের হাজার বছরের লোকধারাকে আধুনিক কবিতার মাধ্যমে নতুন করে জানতে পারবে বলে মনে করছি।’ 

জাগতিক প্রকাশনের প্রকাশক রহিম রানা বলেন, ‘মীর রবির কবিতার বিষয়বস্তু, ভাষা নির্মাণ ও বাক্য বিন্যাস চমকপ্রদ। বিশেষত কবিতায় মিথ ও লোকজ উপকরণের ব্যবহারে তিনি নৈপুণ্য প্রদর্শন করেছেন।’ 

বইটি মেলায় জাগতিক প্রকাশনের ৬৩১ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে। এর দাম রাখা হয়েছে ২৫০ টাকা। 

মীর রবির অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে ‘অ্যাকোয়ারিয়ামে মহীরুহ প্রাণ’, ‘ইরেজারে আঁকা ব্ল্যাক মিউজিক’, ‘ক্রস মার্কার’, ‘বুড়িগঙ্গা যহন কফিনে ঢুইকা যায়’ প্রভৃতি। তিনি কবিতার জন্য সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২০১৮ ও বেহুলাবাংলা বেস্ট সেলার বই সম্মাননা-২০১৯ পেয়েছেন।  

ইত্তেফাক/ডিডি