সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

জঙ্গল ছলিমপুরে পাহাড় কেটে প্লট বাণিজ্য, জরিমানা ও মামলার নির্দেশ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪০

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল ছলিমপুরে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে একজনকে অর্ধলক্ষ টাকা জরিমানা এবং দুইজনকে পরিবেশ আইনে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার খবর দৈনিক ইত্তেফাকের অনলাইনে প্রকাশিত হওয়ার পর গত শনিবার ঐ এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলা উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সরেজমিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় ৩ নম্বর সমাজ ছিন্নমূলে অবস্থিত হজরত খাদিজাতুল কুবরা (রাঃ) বালিকা মাদরাসার পরিচালক আবদুল হককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (চ) ধারার অপরাধে ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও জঙ্গল ছলিমপুরের ছিন্নমূল ১ নম্বর সমাজ অন্ধ কল্যাণ সমিতির পাশে পাহাড় কাটার দায়ে আইনজীবী ইমরানুল হক, পিতা আবদুল হক, সাং চাম্বল বাশখালী এবং নুর নাহার, পিতা মো শহীদুল্লাহ্, সাং চেয়ারম্যান কলোনী, আমানত উল্ল্যাহ সড়ক নোয়াপাড়া, ফিরোজশাহ, পাহাড়তলী, চট্টগ্রামের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ আইনে মামলা করার নির্দেশ দেন। 

ছবি: ইত্তেফাক

অভিযানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, চট্টগ্রাম জেলা কার্যালয়, সীতাকুণ্ড মডেল থানা পুলিশ; ভূমি কার্যালয়ের ক্রেডিট চেকিং সজিব দাশ, ভাটিয়ারী তহসিলের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. নুরুল আহসান হাসান, উপ-সহকারী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনসহ অন্য ব্যক্তিরা।

ছবি: ইত্তেফাক

সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন জানান, আমরা অবৈধভাবে পাহাড় কাটার সত্যতা পেয়ে একজনকে জরিমানা করাসহ অন্য ২ জনের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছি।

ইত্তেফাক/পিও