রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমের সম্পর্ক নিয়ে মারামারি, আটক ৩৬

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রেমের সম্পর্ক নিয়ে মারামারির ঘটনায় ৩৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামে এ সংঘর্ষ হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি সদস্য কাউসার মিয়ার সঙ্গে মাদ্রাসা শিক্ষক জয়নালের নানান বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৪-৫ মাস আগে কাওসার মেম্বারের মেয়ের সঙ্গে জয়নালের গোষ্ঠীর আব্দুল আহাদের ছেলের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এরই জেরে বুধবার সকালে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা করা হয়। আহতদের জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজয়নগর থানার ওসি আসাদুল ইসলাম জানান, প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে। বিজয়নগর থেকে ১০ জন ও সদর থেকে ২৬ জনসহ মোট ৩৬ জন আসামিকে এ ঘটনায় আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে। 

ইত্তেফাক/এবি