জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার প্রতি কখনোই আবাহনীর আগ্রহ ছিল না। অবশেষে সেই জামালকে গ্রহণ করল আবাহনী। করতে বাধ্য হলো। প্রিমিয়ার লিগের ফিরতি রাউন্ডের জন্য জামালকে নেওয়া হয়েছে বলে জানা গেছে। জামাল এবারের মৌসুমে আর্জেন্টিনায় খেলছে।
কিন্তু সেখানে কোন ধরনের লিগে খেলেছে তা জানা কঠিন। আর্জেন্টিনায় খেলবেন না, জামাল আবার বাংলাদেশে ফিরছেন। আজ ঢাকায় এসে আবাহনীর সঙ্গে কথা বলে ২ মার্চ জাতীয় দলের সঙ্গে সৌদি আরব যাবেন।প্রিমিয়ার ফুটবল লিগে আবাহনীর অবস্থা খুবই খারাপ। টেবিলে এখন তিন নম্বরে। ১৫ পয়েন্ট।
চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নেই বললেই চলে। অলৌকিক কিছু ঘটলে আবাহনী ট্রফি জিততে পারে। বসুন্ধরা কিংস আসার পর আবাহনীর জন্য লিগ ট্রফি জয় করা কঠিন হয়ে গেছে। এখন আবাহনীর সামনে বাঁচার লড়াই। হাতের সামনে জামাল ছাড়া খেলোয়াড় পাওয়া কঠিন। জামালকে অন্য ক্লাবও নিতে রাজি না। ভালো ফুটবলার পেতে হলে উচ্চ মূল্য দিতে হবে।