নীলফামারীর কিশোরগঞ্জে সংরক্ষিত নারী সংসদ সদস্য আশিকা সুলতানা দিশারীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৯ মার্চ) বিকালে উপজেলা যুবলীগ ও শ্রমিক লীগ এ গণসংবর্ধনার আয়োজন করেন।
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা এছরারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত সংসদ সদস্য নীলফামারী ৩০৩ আশিকা সুলতানা দিশারী।
অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে বক্তব্য দেন উপজেলা যুবলীগের আহবায়ক ও কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মো. আবুল কালাম বারী পাইলট। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংরক্ষিত এমপির মা ও সাবেক সংসদ সদস্য মরহুম আজহারুল ইসলামের স্ত্রী হালিমা ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক ও প্রকৌশলী মাইদুল ইসলাম রাজা, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম সাজু, উপজেলা আওয়ামী শ্রমিক লীগের আহবায়ক আশুতোষ রায় সিংহ লক্ষন।
অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্য দিশারীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করেন উপজেলা যুবলীগ ও শ্রমিকলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা