রাজধানীর খিলক্ষেতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মো. কফিল উদ্দিন (৪৭) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।
সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ৩০০ ফিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, গুরুতর আহত অবস্থায় কফিল উদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।