মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ভাঙ্গায় মনসুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন

আপডেট : ১১ মার্চ ২০২৪, ১৭:০৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

সোমবার (১১ মার্চ) সকালে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা এমপি নিক্সন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানায়। নিক্সন চৌধুরীও উপস্থিত শত শত ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, হামিরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা সহকারী ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম প্রমুখ।

ইত্তেফাক/এবি
 
unib