রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

শাহবাগে বাসচাপায় নারী নিহত

আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৩:২৫

রাজধানীর শাহবাগে বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

শাহবাগ থানার উপপরিদর্শক মো. সেলিম বলেন, সকাল পৌনে ৯টার দিকে আজিজ সুপার মার্কেটের কাছে রাস্তা পারাপারের সময় সাভার পরিবহনের একটি বাস ওই নারীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বাসটি জব্দ ও এর চালক ঈসা মিয়াকে আটক করেছে বলেও জানান তিনি।

ইত্তেফাক/কেকে