শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

সমালোচনার মুখে বিজ্ঞপ্তির ব্যাখ্যা দিতে বাধ্য হল শাবি প্রশাসন

আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৪:১৩

ক্যাম্পাসের অভ্যন্তরে কোন ইফতার পার্টি না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি দিয়ে দেশব্যাপী তীব্র সমালোচনার মুখে পড়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রেক্ষিতে নিজেদের অবস্থান পরিষ্কার করে ফের বিজ্ঞপ্তি দিতে বাধ্য হলো কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (১২ মার্চ) সকালে উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে কর্তৃপক্ষ।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছর রমজান মাসে ইফতার পার্টি আয়োজনে বিভিন্ন বিভাগ ও দপ্তরগুলোকে বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সহায়তা করা হতো। তবে এ বছর পবিত্র রমজান মাসে সরকারিভাবে বড় করে ইফতার পার্টি উদযাপন না করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে ও বিশ্ববিদ্যালয়ের খরচ কমাতে এবারের রমজানে সংশ্লিষ্ট কাউকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে না। তবে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যে কেউ নিজেদের অর্থায়নে ইফতার পার্টির আয়োজন করতে পারবে।

এর আগে গত ১০ই মার্চ এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 'মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে এ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে আসন্ন পবিত্র রমজান মাসে ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টির আয়োজন না করার জন্য অনুরোধ জানানো হলো।' 

বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নির্দেশনার সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ সরব হন। তারা দ্রুত এ নির্দেশনা বাতিলের আহ্বান জানান। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

ইত্তেফাক/এআই