চট্টগ্রামে নষ্ট ইনসুলিন ও টিটেনাস ভ্যাক্সিন রাখার অভিযোগে ৩ ওষুধের দোকান মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় ৯ লাখ টাকার ওষুধও জব্দ করা হয়।
শনিবার (১৬ মার্চ) নগরের হাজারী গলিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে—প্যাসিফিক ট্রেডার্স, নিরুপমা ড্রাগ হাউজ ও রাজীব ড্রাগ হাউজ।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করায় ৩ দোকান থেকে প্রায় ৯ লাখ টাকার ইনসুলিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানগুলোকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।