শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ডেঙ্গু নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৯:২৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি আদেশ অমান্য করে ডেঙ্গু বিস্তারে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টির অভিযোগে শিব চতুর্দশী মেলার কলেজ রোডে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৬ মার্চ) বিকাল ৫টায় উপজেলার কলেজ রোড বাজারে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, সরকারি আদেশ অমান্য, প্রকাশ্য জুয়া প্রতিরোধ এবং ডেঙ্গু বিস্তারে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টির জন্য ৩ জন ব্যক্তি এবং ২টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার কেএম রফিকুল ইসলাম বলেন, কেউ সরকারি আদেশ অমান্য করলে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

ইত্তেফাক/পিও