রাজধানীর ডেমরা শুন্য টেংরা এলাকায় নির্মাণাধীন নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান চালিয়েছে। অভিযানটি পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল থেকে শুরু হওয়া অভিযান শেষ হয় বিকালে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ডেমরার শুন্যটেংরা এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি নির্মাণাধীন ভবনের আংশিক অপসারণ করা হয়েছে। দুইটি ভবনে তিন লাখ টাকা জরিমানা করা হয়। কয়েকটি ভবনের মালিককের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, যারা নতুন ভবন নির্মাণ করবে অবশ্যই রাজউক থেকে নকশা নিয়ে ভবন নির্মাণ করবেন।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া, সহকারী অথরাইজড অফিসার শাহানাজ খানম, প্রধান ইমারত পরিদর্শক বাসুদেব ভট্টাচার্য এবং মোঃ নজরুল ইসলাম (মণি), ইমারত পরিদর্শক মলয় চন্দ্র রায়, মারুফ হোসেন, মোঃ শাহ আলম, মিল্লাত হোসেন, হায়াত মাহবুব শামীমসহ রাজউকের কর্মকর্তারা।