অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বড় জয়েও স্বস্তি নেই বার্সেলোনার। চলতি মৌসুমে জোড়া লাল কার্ড দেখায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন কাতালান ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটি লা লিগায় এই নিষেধাজ্ঞা দেয়।
গেল ১৮ মার্চ ওয়ান্ডা মেট্রোপলিটন স্টেডিয়ামে অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সেলোনার ৩-০ গোলে জয়ের ম্যাচের ঘটনা এটি। ৪০তম মিনিটে অ্যাটলেটিকোর আক্সেল উইটসেলের চ্যালেঞ্জে রবের্ত লেভানদোভস্কি পড়ে গেলে টাচলাইনে বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন শাভি। এজন্য তাকে হলুদ কার্ড দেখান রেফারি। একটু পর ইলকাই গিনদোয়ান ফাউলের শিকার হলে আবার বার্সেলোনা কোচকে দেখা যায় উত্তেজিত। দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয় তাকে।
রেফারির দুটি সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে মূলত লাল কার্ড দেখেন সাবেক এই তারকা ফুটবলার। লা লিগায় সামনের দুই ম্যাচে বার্সা খেলবে লা পালমাস এবং কাদিজের বিপক্ষে। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় খুব একটা অস্বস্তিও নেই। এই দুই ম্যাচের দায়িত্বে থাকবেন জাভির ভাই এবং বার্সার সহকারী কোচ অস্কার হার্নান্দেজ।
এর পরের ম্যাচে ২২ এপ্রিল প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে ডাগআউটে ফিরবেন জাভি। লা লিগায় এখন পর্যন্ত ২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সা। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।