রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

সেরে উঠছেন সদগুরু, অনুসারীদের আশ্বস্ত করে হাসপাতাল থেকে বার্তা

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ২০:২৬

নিজের স্বাস্থ্যের খবর জানিয়ে ভক্ত-অনুসারীদের আশ্বস্ত করেছেন ভারতের আধ্যাত্মিক ধর্মগুরু সদগুরু জগ্গা বাসুদেব। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। 

ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালে বেডে খবরের কাগজ পড়ছেন তিনি। উপরে হ্যাশট্যাগ দিয়ে দ্রুত সুস্থ হয়ে ওঠার বার্তা দেওয়া হয়েছে।

এর আগে ২৩ মার্চ এক্স হ্যান্ডেলে 'লস্ট মি ইন ইউ' নামে একটি কবিতা পোস্ট করেন সদগুরু।

উল্লেখ্য, বুধবার (২০ মার্চ) দিল্লির একটি বেসরকারি হাসপাতালে জরুরি ভিত্তিতে মস্তিষ্কে অস্ত্রোপচার হয় তার। চিকিৎসকরা জানিয়েছিলেন, অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সদগুরু। মস্তিষ্ক, হৃদযন্ত্র-সহ শরীরের বিভিন্ন অঙ্গ চিকিৎসায় সাড়া দিচ্ছে। 

গোটা বিশ্বজুড়ে সদগুরুর কোটি কোটি অনুসারী রয়েছেন। ইশা ফাউন্ডেশনের তরফে সদগুরুর অসুস্থতার বিষয়টি জানানো হলে  চিন্তিত হয়ে পড়ে তার ভক্তেরা। তবে অস্ত্রোপচারের পর বুধবার হাসপাতালের বেডে শুয়ে একটি ভিডিও পোস্ট করে সকলকে আশ্বস্ত করেছেন সদগুরু। 

ইত্তেফাক/এনএন