বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

হাজীগঞ্জে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু 

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ২০:৩৪

চাঁদপুরের হাজীগঞ্জে অটোরিকশা উল্টে গিয়ে চালকের মৃত্য হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের হাজীগঞ্জ পৌরসভা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মারা যাওয়া চালক মহিন উদ্দিন (২৫) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের টোরাগড় গ্রামের দক্ষিণ পাড়ার ফকির বাড়ির মৃত ইউসুফ মিয়ার ছেলে।

মৃত চালকের স্বজনরা জানান, হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের একটি মোড় ঘুরতে গিয়ে অটোরিকশাটি উল্টে যায়। মহিন অটোরিকশার নিচে চাপা পড়ে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ওসি আবদুর রশিদ জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মারা যাওয়া ব্যক্তির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

ইত্তেফাক/ডিডি
 
unib