মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

২৪ ঘণ্টায় ৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ২২:৫০

দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪ জন। এ সময়ে মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (২৯ মার্চ) সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত তিনজন ভর্তি হয়েছে ঢাকায়। এর বাইরে খুলনা বিভাগে একজন রোগী ভর্তি হয়েছে।

এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৭৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন ২২ জন।

কেবল জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। আর ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। 

তাছাড়া মার্চের ২৯ দিনে আক্রান্ত হয়েছেন ২৭৯ জন। আর এ মাসে মৃত্যু হয়েছে ৫ জনের। 

ইত্তেফাক/ডিডি