বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে কৃষককে হত্যার অভিযোগ

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১৫:৫৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাকবিতণ্ডায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মূছা মিয়া (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণ খার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুছা উপজেলার দক্ষিণ খার গ্রামের জুজু মিয়ার ছেলে। 

কসবা থানার ওসি রাজু আহমেদ জানান, নিহত মুছা মিয়ার সঙ্গে একই এলাকার রুহুল আমিনের সঙ্গে ধানের জমি নিয়ে বিরোধ ছিল। এরই জেরে শনিবার সকালে জমিতে মুছা মিয়ার সঙ্গে রুহল আমিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রুহুল আমিন হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মুছাকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

ইত্তেফাক/এবি