শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

স্থগিত বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১৬:১৮

চলতি বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে দুই দেশের বোর্ডের সম্মতিতে স্থগিত করা হয়েছে সিরিজটি। শনিবার (৩০ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পূর্ণাঙ্গ সিরিজের জন্য বাংলাদেশকে আতিথেয়তা দেওয়ার কথা ছিল আফগানিস্তানের। সিরিজে  দুই টেস্ট সহ তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা ছিল দুই দলের। 

জালাল ইউনুস ক্রিকবাজকে বলেন, ‘দুই বোর্ডের সমঝোতার ভিত্তিতে আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ পরবর্তীতে যেকোনো সময়ে অনুষ্ঠিত হবে।’ 

ইত্তেফাক/জেডএইচ