বান্দরবানের থানচি বাজারে সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনায় ডাকাতরা ভল্ট খুলতে পারেনি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন। আজ বুধবার দুপুরে তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ইউএনও বলেন, ডাকাতরা ব্যাংকের ভল্ট খুলতে পারেনি। তারা কাউন্টারে রাখা ও গ্রাহকদের উত্তোলন করা টাকা নিয়ে গেছে। সেখানকার মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করতে ব্যাংকের ভেতর ব্যাপক গোলাগুলিও করেছে।
দুই ব্যাংকের শাখা থেকে কী পরিমাণ টাকা লুট করে নিয়ে গেছে- সে বিষয়ে এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, সোনালী ব্যাংক থেকে প্রায় ১৫ লাখ এবং কৃষি ব্যাংক থেকে প্রায় ৫-৭ লাখ টাকা নিয়ে গেছে ডাকাতরা।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে বান্দরবানের রুমায় উপজেলা প্রশাসন কমপ্লেক্স ভবনের সোনালী ব্যাংক থেকে অস্ত্র ও টাকা লুট করে নিয়ে যায় সশস্ত্র ডাকাত দল। এ সময় তারা ব্যাংকের ম্যানেজারকেও তুলে নিয়ে যায়। এখনও ওই শাখার ম্যানেজারকে উদ্ধার করা যায়নি।