মুন্সিগঞ্জে বসুন্ধরা কিংস এবং চট্টগ্রাম আবাহনীর ম্যাচ পরিচালনার করার জন্য যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত সেই রেফারিকে নিয়ে আপত্তি উঠায় বদল করতে হয়েছে বলে জানা গেছে। একজন দক্ষ রেফারিকে দেওয়া হয়েছিল। কিন্তু ক্লাব থেকে আপত্তি ওঠায় পরিবর্তন করতে হয়।
নতুন রেফারি দিতে হয়েছে। সাধারণত ম্যাচের রেফারি মনোনয়নের বিষয়টি গোপন থাকে। কিন্তু তার আগেই কিভাবে ক্লাব জেনে গেল কে আসছেন খেলা পরিবর্তন করতে। পরে নাসির উদ্দিনকে রেফারির দায়িত্ব দেওয়া হয়। এখন অনেক ক্লাবই রেফারির বিষয়ে আপত্তি দেয়। চিঠি দিয়ে জানিয়ে দেয় অমুক রেফারি থাকলে খেলবে না।
এসব কারণে বাফুফের রেফারীজ বিভাগও বাধ্য হয়ে রেফারি মনোনয়ন দেয়। ফুটবলে কোনো দল হারলেই রেফারির দোষ দেয়। জিতলে কখনো বলে না তারা রেফারির সিদ্ধান্তে সুবিধা পেয়েছেন। ম্যাচ জিতেছেন। মোদ্দাকথা হচ্ছে কোন রেফারি কোন খেলা পরিচালনা করবেন সেটি মাঠে নামার আগ পর্যন্ত জানার সুযোগ নেই। এটি গোপন থাকে। কিন্তু এখন নাকি সব আগেই প্রকাশ পেয়ে যায়।