বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

ফিটসএয়ার-এর ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু ১৭ এপ্রিল

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৬:৫২

শ্রীলংকার প্রথম প্রাইভেট এয়ারলাইন্স ফিটসএয়ার এপ্রিল মাস থেকে শুরু করতে যাচ্ছে ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট। আগামী ১৭ এপ্রিল ২০২৪ ইং তারিখ থেকে অপারেশনে যাওয়া এই এয়ারলাইন্স কম খরচে সেরা মানের সেবা দিতে বদ্ধপরিকর। ফ্লাইট পরিচালনার সূচনা উপলক্ষ্যে বেঙ্গল এয়ারলিফট রাজধানীর অভিজাত এলাকা গুলশানে সিক্স সিজনস হোটেলে কহোল্ডার ও ব্যবসায়ীক সহযোগীদের নিয়ে আয়োজন করেছিল এক ইফতার মাহফিল এর। ফিটসএয়ার এর বাংলাদেশে জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) হিসেবে বেঙ্গল এয়ারলিফট লিমিটেড মনোনীত হয়েছে।

অনুষ্ঠানে ফিটসএয়ার এর কর্পোরেট প্রেজেন্টেশন, প্রোডাক্ট ও সেবা সম্পর্কে ট্র্যাভেল এজেন্ট ও উপস্থিত অতিথিদের অবগত করা হয়। এ সময়ে শ্রীলংকার হাই কমিশনার ধর্মপালা উইরাকোডি প্রধান অতিথি ছিলেন।

ফিটসএয়ার এর জিএসএ বেঙ্গল এয়ারলিফট লিমিটেড এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন আরিফ রহমান-ম্যানেজিং ডিরেক্টর, শুমাইজ ইকবা-সিওও (এয়ারলাইন্স ডিভিশন), মুনিরুল ইসলাম- জেনারেল ম্যানেজার (এয়ারলাইন্স ডিভিশন), ও অন্যান্য কর্মকর্তারা।

ইত্তেফাক/এসসি