প্রথম লেগে আর্সেনাল-বায়ার্ন মিউনিখ খেলা শেষ হয়েছিল ২-২ গোলের সমতায়। আর রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটির ম্যাচে এসেছিল ৩-৩ সমতা। আজ চারটি দলই ফিরতে লেগের ম্যাচে মাঠে নামছে, যেখানে জয়ী দল চলে যাবে শেষ চারে। ফলে পা ফসকালেই যে কারো বিপদ ঘনিয়ে আসবে মুহূর্তের মধ্যে। এমন রোমাঞ্চের ম্যাচের আগে বিশেষ বার্তা দিয়ে রেখেছে দলগুলো। যুদ্ধের আগে তাই সরগরম হয়ে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের ময়দান।
বাংলাদেশ সময় রাত ১টায় মিউনিখের অ্যালিয়াঞ্জ এরিনায় নামবে বায়ার্ন মিউনিখ-আর্সেনাল। অন্যদিকে একই সময়ে ইংল্যান্ডের ইত্তিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন ইংলিশ তারকা হ্যারি কেইন। টটেনহ্যামের সাবেক এই স্ট্রাইকার এখন বায়ার্নের তুরুপের তাস। যদিও প্রথম লেগে পেনাল্টি থেকে গোল করলেও জয় তুলে নিতে ব্যর্থ হয়েছেন তিনি। তবে দ্বিতীয় লেগে ঘুরে ঘরের মাটিতে ঘুরে দাঁড়াতে পারলে বিপদ অপেক্ষা করবে আর্সেনালের জন্য। ছেড়ে কথা বলার পাত্র নয় মিকেল আরতেতাও।
ম্যাচটির আগে তিনি বলেছেন, ‘আমাদের বাধ্যবাধকতা এবং আমাদের কর্তব্য অনুযায়ী যে কোনো মুহূর্তে ভালো খেলার জন্য আমরা প্রস্তুত। আর্সেনালের জন্য ছেলেরা সেরা মুহূর্ত উপহার দিতে মুখিয়ে রয়েছে। আমরা জানি, কখনো কখনো একটি ফুটবল ক্লাবের ইতিহাস পরিবর্তন করতে কেবল এক সেকেন্ডের প্রয়োজন। সুতরাং আমরা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার অপেক্ষায় রয়েছি।’ আবার পরিষ্কার বার্তা দিয়েছেন বায়ার্ন কোচ টমাস টুখেল। তিনি বলেছেন, ‘আমরা জয় চাই। অ্যালিয়াঞ্জ এরিনার রাতের জন্য, আনন্দ উদযাপনের জন্য অপেক্ষা করছি। সেই বিশেষ মুহূর্তের জন্য আমি তাকিয়ে আছি।’
চ্যাম্পিয়ন্স লিগে বড় দ্বৈরথের নাম রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি। প্রথম লেগেও তার প্রমাণ দল দুটি দিয়েছে। একের পর এক গোল হলেও শেষ পর্যন্ত ৩-৩ গোলের সমতা দেখেছিল সান্তিয়াগো বার্নাব্যু। তবে এবার ঘরের মাটিতে জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না সিটিজেনরা। কোচ পেপ গার্দিওলা বার্তা দিয়েছেন, ‘আমরা তার জন্যেই এগিয়ে যাচ্ছি।’
গার্দিওলা বলেছেন, ‘আমরা যে ধরনের খেলায় অভ্যস্ত, যেভাবে খেলে অভ্যস্ত, সেভাবেই পরিকল্পনা রেখেছি। আমাদের সমর্থকদের কারণে আমরা আরও বেশি অনুপ্রেরণা পাব, নিজেদের নিরাপদ ভাবব এবং রক্ষা করার কৌশলও খুঁজে নেব। আমরা জানি, আমরা মোমেন্টাম নিয়ন্ত্রণ করতে পারব।’ এ দিকে হেরে যাওয়া নিয়েও ভেবেছেন এই স্প্যানিশ কোচ। লস ব্ল্যাঙ্কোসদের নিয়ে তিনি বলেছেন, ‘আমরা যদি এই ম্যাচে হারি তাহলে সব হারিয়ে ফেলব। তবুও করমোর্দন করব, রিয়াল মাদ্রিদ তার প্রাপ্য। যদিও আমি চাইছি, নিজেদের সেরাটা বের করে সেমিফাইনালে জায়গা করে নিতে।’
দ্বিতীয় লেগ নিয়ে গার্দিওলা বলেছেন, ‘বার্নাব্যুতে যা হয়েছে তার থেকে আলাদা কিছু করতে হবে। সেই ম্যাচে ফল ভালো ছিল। কিন্তু এখানে (দ্বিতীয় লেগে) আমাদের আরেকটু উন্নতি করতে হবে। আমরা সবশেষ অনুশীলনে সেই বিষয়ে কথা বলেছি। আমাদের চাপটা বোঝা উচিত। আমরা হারতে চাই না। প্রতিযোগিতা করার জন্য আমরা মুখিয়ে আছি। আমাদের মানুষজন আমাদের অনেক বেশি সহায়তা করবে। তবে ৯০ মিনিটিই ভালো যাবে না, কখনো কখনো ভুগতে হবে। নিজেদের উপলব্ধি করতে হবে। আমি ভালো করার অনুভূতি এখনই টের পাচ্ছি। এর ব্যত্যয় হলে রিয়াল মাদ্রিদের মতো দলকে পরাস্ত করা সম্ভব নয়।’
প্রতিপক্ষের কোচ কার্লো আনচেলত্তির প্রসঙ্গ টেনে সিটি বস বলেছেন, ‘রিয়াল আমাদের ভালো করে চেনে, আমরাও তাদের চিনি। গত ম্যাচে কার্লোস আমাদের কিছু চমক দেখিয়েছিল। তাতে আমাদের মানসিকতা ঠিক রাখতে হবে।’ অতিথি হয়ে নামার আগে আনচেলত্তি বলেছেন, ‘আগের ম্যাচে আমরা ভালো খেলেছি। দ্বিতীয় ম্যাচের আগে সকলেই ঠিক আছে। রদ্রিগো একটু সমস্যায় পড়লেও আমরা জয়ের জন্য প্রস্তুত।’