বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

‘বাজি’ নিয়ে ফিরছেন তাহসান-মিথিলা!

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৬:৫৪

বিচ্ছেদের এতবছর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন জনপ্রিয় দুইতারকা রাফিয়াত রশীদ মিথিলা ও তাহসান খান। ‘বাজি’ শিরোনামের সাত পর্বের ওয়েব সিরিজে দেখা যাবে তাদের। 

সংবাদমাধ্যম অনুযায়ী, ‘বাজি’ নির্মাণ করছেন ‘মাটির প্রজার দেশ’ খ্যাত নির্মাতা আরিফুর রহমান। একটি ফোরস্টার মানের হোটেলে মাস দুয়েক আগে ওয়েব সিরিজটির কিছু ধাপের শুটিংও হয়ে গেছে। তবে এসব নিয়ে নির্মাতা, অভিনয়শিল্পী কেউই মুখ খোলেননি।

তাহসান মিথিলা ছাড়াও ‘বাজি’তে অভিনয় করছেন বেশ কয়েকজন তারকা অভিনয়শিল্পী। সিরিজটিতে তাহসান অভিনয় করছেন একজন ক্রিকেটারের চরিত্রে। আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে।

তাহসান-মিথিলার ‘বাজি’ নির্মাণ করা হচ্ছে দেশীয় একটি ওটিটি প্লাটফর্মের জন্য। এ বছরই মুক্তি পেতে পারে সিরিজটি।
 
তাহসান ও মিথিলার ২০১৭ সালে বিচ্ছেদ হয়েছে। বর্তমানে তারা দুই মেরুর বাসিন্দা। তবে তাদের মেয়ের কারণে দুজনের বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট রেখেছেন।

 

ইত্তেফাক/পিএস