বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

লিগে মোহামেডানের বড় জয়

এক লাফে শীর্ষে সুলায়মান

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১২:৫৯

নাকানি চুবানি খাচ্ছে ব্রাদার্স ইউনিয়ন। প্রিমিয়ার লিগে মোহামেডান ৮-০ গোলে হারিয়েছে ব্রাদার্সকে। লিগে এটি সবচেয়ে বড় জয়। হ্যাটট্রিক হয়েছে একটি। গতকাল ময়মনসিংহে মোহামেডানের অধিনায়ক মালির ফুটবলার সুলায়মান দিয়াবাতে ৫ গোল করেছেন। ম্যাচের অন্য গোলগুলো করেন শাহরিয়ার ইমন, জুয়েল মিয়া এবং নাইজেরিয়ান এমানুয়েল টনি। 

প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরও ৫ গোল হজম করে ব্রাদার্স। প্রথমার্ধে ২ গোল এবং দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক পূরণ করেন সুলায়মান দিয়াবাতে। এর আগে সুলায়মানের গোল ছিল ৯টি। কালকের ৫ গোল যোগ হওয়ায় তার গোলের সংখ্যা এখন ১৩। গোলদাতার শীর্ষে উঠে গেলেন সুলায়মান। লিগের প্রথম পর্বে মোহামেডান ৫-১ গোলে হারিয়েছিল ব্রাদার্সকে। 

প্রথম বিভাগ ফুটবল লিগে হাফিজ উদ্দিন আহমেদ, কাজী সালাহউদ্দিনের লিগে ডাবল হ্যাটট্রিকের ঘটনাও আছে। প্রিমিয়ার লিগে বিদেশি ফুটবলারের রয়েছে ডালব হ্যাটট্রিক। আরামবাগের বিপক্ষে এমিলির আছে ৫ গোল। লিগে ব্রাদার্স একমাত্র দল, লিগে এখনো জয় পায়নি। মোহামেডান ১২ খেলায় ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

শীর্ষে রয়েছে কিংস

রাজশাহীতে অনুষ্ঠিত বসুন্ধরা কিংস কোনো রকমে ১-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসিকে। ২৩ মিনিটে ব্রাজিলিয়ান মিগুয়েল গোল করেন। ১২ খেলায় ১০ জয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কিংস। তৃতীয় স্থানে রয়েছে আবাহনী। শুক্রবার হওয়া ম্যাচে আবাহনী ২-১ গোলে শেখ জামালকে হারিয়ে জয় পেয়েছে। ১২ খেলায় আবাহনীর ২২ পয়েন্ট।

ইত্তেফাক/জেডএইচ