অসুস্থ থাকায় মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডে নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে পারছেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রোববার তার ভাষণ দেওয়ার কথা ছিল। তার অসুস্থতার খবর নিশ্চিত করেছেন দলের প্রবীণ নেতা জয়রাম রমেশ।
রোববার রাহুল গান্ধীর মধ্যপ্রদেশের সাতনা ও ঝাড়খণ্ডের রাঁচিতে বিরোধী জোটের শক্তি প্রদর্শনে প্রচার করার কথা ছিল।
এক্সে করা পোস্টে রমেশ লিখেছেন, ‘রাহুল গান্ধী অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি বর্তমানে দিল্লি ছাড়তে পারবেন না। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাতনায় একটি জনসমাবেশে অংশ নেওয়ার পরে রাঁচির সমাবেশে ভাষণ দেবেন।’
সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও তার স্ত্রী কল্পনা সোরেনসহ ইন্ডিয়া জোটের নেতাদের পোস্টার রাঁচিতে মেগা সমাবেশের আগে লাগানো হয়েছে।
খাড়গে ছাড়াও, সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদব, আরজেডি প্রধান লালু প্রসাদ, অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা ও হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা রাঁচিতে সমাবেশে বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।