কুমিল্লার মনোহরগঞ্জে প্রচণ্ড তাপদাহে হিট স্ট্রোকে সিফাত আহমেদ নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সে মারা যায়।
সিফাতের বাড়ি উপজেলার মৈশাতুয়া ইউপির শ্রীপুর গ্রামে। আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন জানান, সে ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।
সিফাতের বাবা মনির হোসেন জানান, গত তিনদিন ধরে সে জ্বরে ভুগছিল। আজ মঙ্গলবার সকালে একটু সুস্থ বোধ করলে সে বাড়ির পাশে দোকানে যায়। দোকান থেকে ফিরে এসে সে বুকে ব্যাথার কথা বললে তাকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।