শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

নাসরিন একাডেমির গোল উৎসব

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৮:৫৬

ইউসিবি নারী ফুটবল লিগের তৃতীয় দিনে গোল বন্যা হয়ে গেছে। নাসরিন স্পোর্টস একাডেমি ১৯-০ গোলে হারিয়েছে জামালপুর কাচারিপাড়া একাদশকে। তিন ফুটবলার হ্যাটট্রিক করেছেন। মারিয়া মান্ডা ৪, অধিনায়ক সাবিনা খাতুন ৪, শামসুন্নাহার ৪ গোল করেন। মাসুরা পারভিন ২, সানজিদা আক্তার ২, সুমাইয়া মাতসুসিমা ২, মারজিয়া ১ গোল করেন।  

নাসরিন স্পোর্টস একাডেমিতে নারী জাতীয় ফুটবল দলের ১৫ জন খেলছেন। সিনিয়র দলের যারা একাদশে খেলেন তাদের সবাই এই দলে খেলেছেন। গোলরক্ষক রূপনা চাকমা থেকে শুরু করে মনিকা, মাসুরা, শিউলী, কৃষ্ণা রানী, দুই শামসুন্নাহার, মারজিয়া, নীলা, আনাই মগিনি, রিতুপর্না চকমা প্রমুখ খেলছেন এই দলে। 

১৯ গোলে জয়ী ক্লাবের মালিক নারী সংগঠক নাসরিন আক্তার বেবী বলছিলেন, ‘এক সময় আমি ২০ গোলে হেরেছিলাম বসুন্ধরা কিংসের বিপক্ষে। আজ আমার দল ১৯ গোলে জিতেছে। সেদিনের কষ্টের কথাগুলো এখন চোখের সামনে ছবি হয়ে ভেসে উঠে। আমি সেদিন হতাশ ছিলাম না। আর ১৯ গোলে জিতলেও বাড়তি উচ্ছ্বাস আমার নেই।’ 

বসুন্ধরা কিংস নারী জাতীয় দলের সব ফুটবলারকে দলে তিন বার চ্যাম্পিয়ন হয়েছে। এবার তারা দল গড়েনি। নারী ফুটবল থেকে সরে গিয়ে লিগের স্পন্সরও করেনি বসুন্ধরা।   

ইত্তেফাক/জেডএইচ