প্রিমিয়ার ফুটবলে আবাহনীর অবস্থা খুবই করুন। এবারের লিগে এখন তারা তৃতীয় স্থানে। মোহামেডানের নিচে। কিংসের পয়েন্ট ৩৭, মোহামেডানের ২৮ আবাহনীর ২৬। গতকাল গোপালগঞ্জে আবাহনী-পুলিশ ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। আবাহনীর পয়েন্ট কেড়ে নিয়েছে পুলিশ।
খেলার ৯ মিনিটে কার্নেলিয়াসের গোলে এগিয়ে থাকা আবাহনী শেষ ২ মিনিট আগে গোল হজম করে। পুলিশের বাবলু গোল করে আবাহনীর বুকে পেরেক ঠুকে দেন। ২ মিনিটের আফসোস আবাহনী। ৮৮ মিনিটে গোল হজম করে। ম্যাচটা জিতলে মোহামেডানের সমান হয়ে যেতো। আবাহনী তাদের আগের ম্যাচে কিংসের কাছে ২-১ গোলে হেরেছিল।
একাধিক গোলের সহজ সুযোগ নষ্ট করেছিল আবাহনী। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে গিয়ে উলটো পুলিশের কাছে পয়েন্ট হারাতে হলো আবাহনীর। আজকের খেলা: বসুন্ধরা কিংস-মোহামেডান। ৪টা, ময়মনসিংহ। চট্টগ্রাম আবাহনী-শেখ জামাল। ৪টা, মুন্সিগঞ্জ। ব্রাদার্স-ফর্টিস। ৪টা, রাজশাহী।