সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

বন্ধুর সঙ্গে ঘুরে বাড়ি ফেরা হলো না আফসানার

আপডেট : ১১ মে ২০২৪, ১৮:১৮

মোটরসাইকেলে বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এক তরুণী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক যুবক। শনিবার (১১ মে) বগুড়া সদরের পীরগাছা-মহাস্থান সড়কে এ ঘটনা ঘটে। 

নিহত তরুণীর নাম আফসানা। তার বাড়ি বগুড়া শহরের নিশিন্দারা উপশহরে। তবে আহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।  

জানা গেছে, পীরগাছা বন্দর থেকে মহাস্থানের দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক। পথে দোবাড়িয়া গ্রামের সুরখোলা ব্রিজে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পার্শ্বে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই তরুণী নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেলচালক যুবক। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মোটরসাইকেল চালককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশ নিহত তরুণীর লাশ হেফাজতে নিয়ে মর্গে পাঠিয়েছেন। 

বগুড়া সদর থানার এসআই আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত বলেন, বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত মোটরসাইকেল চালকের পরিচয় জানা যায়নি।

ইত্তেফাক/পিও