শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাগনের পায়ে গুলি, মামা গ্রেপ্তার 

আপডেট : ১২ মে ২০২৪, ১৭:০৫

গোপালগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে এয়ারগান দিয়ে ভাগনে মো. তানিম উদ্দিনের (২২) পায়ে গুলি করেছেন মামা গোলাম মোস্তফা (৪৮)। শনিবার (১১ মে) সন্ধ্যায় শহরের নবীনবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তানিমের বাবা সাহিদুজ্জামান মিয়া বাদী হয়ে শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর এয়ারগানসহ গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ সদর থানার পুলিশ।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় জমি নিয়ে বিরোধের জেরে বড় বোনের ছেলে তানিমের সঙ্গে কথা-কাটাকাটি হয় মামা গোস্তফার। একপর্যায়ে রাগান্বিত হয়ে মোস্তফা তার ব্যবহৃত এয়ারগান দিয়ে তানিমের ডান পায়ে গুলি করেন। পরিবারের লোকজন আহত অবস্থায় তানিমকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শনিবার সন্ধ্যায় গোলাম মোস্তফাকে আটক করে সদর থানায় নিয়ে আসে। 

গোপালগঞ্জ সদর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাসেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার (১২ মে) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/পিও