শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

টি-টোয়েন্টি

বাংলাদেশে শুরু বাংলাদেশেই শেষ

আপডেট : ১২ মে ২০২৪, ১৮:০৩

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল জিম্বাবুয়ের ব্যাটার শন উইলিয়ামসের। সেই বাংলাদেশের বিপক্ষে খেলেই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় জানালেন জিম্বাবুয়ের অভিজ্ঞ এই ক্রিকেটার।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়, আজ (রোববার) বাংলাদেশের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টির পরপরই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উইলিয়ামস। তবে বাকি দুই ওয়ানডে ও টেস্ট খেলা চালিয়ে যাবেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। 

২০০৬ সালের ২৮ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় উইলিয়ামসের। জিম্বাবুয়ের হয়ে ৮১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন এই ব্যাটার। ১১ ফিফটিতে ২৩.৪৮ গড় ও ১২৬.৩৮ স্ট্রাইক রেটে ১৬৯১ রান করেছেন উইলিয়ামস।  

ইত্তেফাক/জেডএইচ