সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

চাঁদপুরে ভোটারদের টাকা বিতরণকালে বিএনপির ২ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৯ মে ২০২৪, ১৬:১১

চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা নির্বাচনে ভোটারদের মাঝে টাকা বিতরণকালে উপজেলা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৮ মে) দিনগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রহিম পাটওয়ারী ও ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মানিক।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন মিয়াজীর আনারস প্রতীকের পক্ষে তারা টাকা বিলি করছিলেন। 

তারা আরো জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে ব্যাগভর্তি টাকা পাওয়া গেছে। এই ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। 

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল রশিদ আটকের বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করে জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। 

ইত্তেফাক/এসজেড