ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। পটুয়াখালীর উপকূল সংলগ্ন উপজেলা কলাপাড়ায় রোববার সকাল থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। পূবের বাতাসের তীব্রতায় উত্তাল রয়েছে সাগর।
এ অবস্থায় পায়রা বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। দুর্যোগ মোকাবেলায় জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সিপিপি প্রস্তুতিমূলক কার্যক্রমের সঙ্গে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। দুর্গম এলাকার ও বেড়িবাঁধের বাইরের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, কলাপাড়ার ১৫৫টি আশ্রয়কেন্দ্র এবং ২০ মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে দুর্যোগকালীন নিরাপদ আশ্রয়ের জন্য। সকল আশ্রয়কেন্দ্রে শুকনো খাবারসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে।
দুর্যোগের পর ক্ষতিগ্রস্তদের জন্য ৭ লাখ টাকা ও ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে জেলা প্রশাসন। ৩ হাজার ১৬০ জন স্বেচ্ছাসেবক দুর্যোগের আগে, দুর্যোগের সময় এবং দুর্যোগের পরে কাজ করবেন।