শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

চাঁদপুরে নৌ চলাচল বন্ধ

আপডেট : ২৬ মে ২০২৪, ১৪:৩৫

ঘূর্ণিঝড় রেমালের কারণে চাঁদপুর-ঢাকা নৌ রুটে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৫ মে) দিনগত রাত ১২টার পর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রোববার (২৬ মে) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হোসেন। 

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চাঁদপুর-ঢাকাসহ সব নৌ রুটে লঞ্চ এবং নৌযান চলাচল বন্ধ থাকবে।

মেঘনা ও ডাকাতিয়া নদীতে পানি এবং বাতাসের তীব্রতা সকাল থেকেই বেড়ছে। 

শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মেঘনা উপকূলীয় এলাকা ও লঞ্চঘাটে পূর্ব সর্তকতা হিসাবে মাইকিং করেছে নৌ পুলিশ।
 

ইত্তেফাক/এসজেড