বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

সুষ্ঠু ও মনোরম পরিবেশে জনগণ ভোট দিচ্ছে: নিক্সন চৌধুরী 

আপডেট : ২৯ মে ২০২৪, ১১:১৫

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ফরিদপুর জেলার ভাঙ্গা ও সদরপুরের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

বুধবার (২৯ মে) ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের মধ্য ব্রাহ্মণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টায় নিক্সন চৌধুরী ভোট দিয়ে স্থানীয় সংবাদকর্মীদের এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষ সুষ্ঠু ও মনোরম পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আমার সংসদীয় আসনের আজিমনগর ইউনিয়নের মধ্য ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট প্রদান করলাম। আশা রাখি দিনভর মানুষ তাদের ভোটাধিকার সুন্দরভাবে প্রয়োগ করবে।

 

ইত্তেফাক/এসজেড