বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

ভেলকি দেখালেন খালিস্তানি নেতা অমৃত পাল 

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৯:৫৩

জেলে বন্দী থেকেও লোকসভা নির্বাচনে লড়ে জয়ী হয়েছেন ভারতের পাঞ্জাব রাজ্যের চরমপন্থী শিখ নেতা অমৃত পাল সিং। পাঞ্জাবের খাদুর সাহিব আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রায় দুই লাখ ভোট পেয়ে জিতেছেন অমৃতপাল। 

এক বছরের বেশি সময় ধরে আসামের ডিব্রুগড় কারাগারে আছেন পাঞ্জাব রাজ্যের স্বঘোষিত খালিস্তানি নেতা অমৃতপাল।

২০২৩ সালের এপ্রিলে ভারতের জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার হন অমৃতপাল। এর আগে এক সহযোগীর মুক্তির দাবিতে তিনি ও তার সমর্থকরা একটি পুলিশ স্টেশনে হামলা চালায়। 

অমৃত পাল খালিস্তানি সংগঠন ওয়ারিস পঞ্জাব দের প্রধান ৷ পঞ্জাব পুলিশ ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে মোগা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ৷ অমৃত পাল সিংকে ধরতে সাতটি জেলার পুলিশ একসঙ্গে অভিযানে নেমেছিল।

ইত্তেফাক/এএইচপি