৯০ বছর বয়সী সবেজন বিবি। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৬ নম্বর দৌলতপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা। বয়সের ভারে ন্যুব্জ। অন্যের সাহায্য ছাড়া ঠিকমতো চলাফেরা করতে পারেন না। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে এসেছেন ভোট দিতে। কেন্দ্রের দায়িত্বে থাকা এক আনসার সদস্যের সহায়তায় ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
বুধবার (৫ জুন) ফুলবাড়ী উপজেলার ৬ নম্বর দৌলতপুর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা মিলে তার। বৃদ্ধা সবেজন বিবি একই ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা।
এদিন বিকাল সাড়ে ৩টায় নাতী বৌকে নিয়ে আসেন ভোটকেন্দ্রে। বয়সের ভারে ন্যুব্জ হয়ে যাওয়ায় কেন্দ্রের দায়িত্বে থাকা আনসার সদস্য রাজু আহম্মেদের সহায়তায় বুথে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেন তিনি।
এ ব্যাপারে আনসার সদস্য রাজু আহম্মেদ বলেন, যারা অসুস্থ, তাদের সহযোগিতা করে ভোটকেন্দ্রে পৌঁছে দিচ্ছি। এই দাদি একা চলতে পারেন না, তাই আমার কাঁধে ভর দিয়ে ভোট দিতে এসেছেন।
এ উপজেলায় ভোটার রয়েছে ১ লাখ ৫২ হাজার ৪৭৮ জন। এরমধ্যে পুরুষ ৭৬ হাজার ২৭৩ জন এবং নারী ৭৬ হাজার ২০৪ জন। উপজেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ৬৩টি।
ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন চেয়ারম্যান প্রার্থী। তাছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মীর মো. আল কামাহ তমাল বলেন, ফুলবাড়ী উপজেলার ৬৩টি ভোটকেন্দ্রেই অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে।