রংপুরের বদরগঞ্জে উপজেলা নির্বচনে জাল ভোট দেওয়ার সময় মোস্তাফিজুর রহমান (৪২) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রম্যমান আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৫ জুন) দুপুরে বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯ নম্বর ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় তিনি আটক হন।
রংপুরের বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন জানান, উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আব্দুল হামিদ শাহর ছেলে মোস্তাফিজার রহমানকে এজেন্টরা চিহ্নিত করে পুলিশকে খবর দেয়।পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতকে জানান। খবর পেয়ে টহলরত ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণকমল রায় উপস্থিত হয়ে আটক জাল ভোটার মোস্তাফিজুর রহমানকে কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালতের বিচার শেষে দণ্ডপ্রাপ্ত আসামি মোস্তাফিজার রহমানকে বদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।