সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

অবশেষে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আপডেট : ০৬ জুন ২০২৪, ০১:০০

৩৬ দিন বন্ধের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রবিবার (৯ জুন) থেকে চলবে প্রশাসনিক কার্যক্রম এবং ঈদের ছুটির পর ২৩ জুন থেকে চলবে শ্রেণি কার্যক্রম। বুধবার অনুষ্ঠিত ৯৫তম জরুরি সিন্ডিকেট সভা শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন সাংবাদিকদের বলেন, ‘আগামী রবিবার থেকে সকল অফিস কার্যক্রম চলবে। যেহেতু শিক্ষার্থীরা অনেকেই বাড়ি চলে গেছে তাই এই সপ্তাহে শ্রেণি কার্যক্রম চালু করা সম্ভব হয়নি। তাই আগামী ২৩ জুন থেকে শ্রেণি কার্যক্রম চালু হবে।’

কুবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাছান বলেন, ‘আমাদের চলমান যে আন্দোলন সে আন্দোলনের দাবি-দাওয়া কতটুকু মেনে নেওয়া হয়েছে সে বিষয় সিন্ডিকেটের লিখিত প্রতিবেদন পেলে জানতে পারব। এর পর আমরা কার্যনির্বাহী কমিটির সভা থেকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।’

এর আগে কুবি উপাচার্য ও শিক্ষক সমিতির মধ্যে দ্বন্দ্বের জেরে গত ৩০ এপ্রিল ৯৩তম সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ইত্তেফাক/এমএএম