মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান 

আপডেট : ০৬ জুন ২০২৪, ২১:৩০

স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (৬ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাক অধিনায়ক বাবর আজম। 

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় পাকিস্তান। পাক অধিনায়ক বাবর বলেন,  ‘অবশ্যই জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চাই। যুক্তরাষ্ট্র ভালো ছন্দে আছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পর, বিশ্বকাপেও ভালো শুরু করেছে। তাদের বিপক্ষে জয় পেতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’

অন্যদিকে ছন্দে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতেছে তারা। এছাড়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কানাডাকে হারিয়ে শুভসূচনা করেছে মার্কিনিরা। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল বলেন, ‘যেভাবে খেলেছি, সেভাবে বাকি ম্যাচগুলো খেলে যেতে চাই। পাকিস্তান বা ভারত, দুই দলের বিপক্ষেই নির্ভীক ক্রিকেট খেলার ইচ্ছে।’ 

পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, উসমান খান, ফখর জামান, আজম খান  ইফতিখার আহমেদ, শাদাব খান,  শাহীন আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ আমির, নাসিম শাহ।

যুক্তরাষ্ট্র একাদশ: স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল (ক্যাপ্টেন), অ্যান্ড্রিস গাউস (উইকেটরক্ষক), অ্যারন জোন্স, নীতীশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, নশতুশ কেনজিগে , জসদীপ সিং,  আলী খান, সৌরভ নেত্রাভালকার। 

ইত্তেফাক/জেডএইউচ