রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

আপডেট : ০৭ জুন ২০২৪, ২২:২৪

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলতাব হোসেন (৫৫) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। শুক্রবার (৭ জুন) বিকালে উপজেলার সিঙ্গিমারী সীমান্তে পকেট এলাকার ৮৯৩ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহত আলতাব হোসেন সিংঙ্গিমারী ইউনিয়নের পকেট গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। 

সীমান্তের বাসিন্দারা জানায়, শুক্রবার বিকালে ঘটনাস্থল সংলগ্ন একটি ধানক্ষেতে বাংলাদেশি নাগরিক আলতাব হোসেন কাজ করছিলেন। হঠাৎ ভারতের কোচবিহার বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা আলতাব হোসেনকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। 

উপজেলার সিংঙ্গিমারী ইউনিয়ন পরিষদের সদস্য সামসুল হক জানান, সীমান্তে বিএসএফের গুলির খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে জানতে পারেন, আলতাব হোসেনকে গুলি করা হয়েছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 

এ বিষয়ে জানতে ৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল ধরেননি।  

ইত্তেফাক/ডিডি