মুঠোফোনে অনেক মেসেজ গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান হয়ে থাকে। অনেকের সেসব তথ্য প্রিন্ট করে সংরক্ষণ করার প্রয়োজন হয়। খুব সহজেই কাজটি করা সম্ভব।
পদ্ধতি
শুরুতেই স্মার্টফোন থেকে বার্তা প্রিন্ট করার জন্য গুগল মেসেজেস অ্যাপে ঢুকে যে ব্যক্তির সঙ্গে আদান-প্রদান করা বার্তা প্রিন্ট করতে হবে তার নাম খুঁজে মেসেজটি চালু করুন। এরপর ভলিউম বাটন ও পাওয়ার বাটন একসঙ্গে চেপে ধরে নির্দিষ্ট বার্তার স্ক্রিনশট নিন। স্ক্রিনশট নেওয়ার পর নিচে প্রদর্শিত অপশন থেকে পেনসিল আইকনে চেপে স্ক্রিনশটের আকার ছোট বা বড় করে নিন। এবারে শেয়ার আইকনে ট্যাপ করলেই বিভিন্ন অপশন দেখতে পাবেন। এরপর মোর অপশন চাপার পর প্রিন্ট আইকন নির্বাচন করে নির্দিষ্ট প্রিন্টারের নাম লিখে বার্তাটি প্রিন্ট করুন। মেসেজটি পিডিএফ ফরম্যাটে সংরক্ষণ করে কম্পিউটারে পাঠিয়েও প্রিন্ট করা সম্ভব।