বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

প্রেমিকের দেওয়া আগুনে মারা গেলেন অলিম্পিক অ্যাথলেট

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩০

সদ্য শেষ হওয়া প্যারিস অলিম্পিকে অংশ নিয়েছিলেন উগান্ডার ম্যারাথন দৌড়বিদ রেবেকা চেপতেগেই। পেট্রল ঢেলে তার শরীরে আগুন ধরিয়ে দিয়েছিলেন প্রেমিক। এতে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। কেনিয়ার একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থান ছিলেন এই নারী দৌড়বিদ। অবশেষে সেখানেই মারা গেছেন রেবেকা। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মোই টিচিং অ্যান্ড রেফারেল হাসপাতালের চিকিৎসকেরা ৩৩ বছর বয়সী এই অ্যাথলেটকে মৃত ঘোষণা করেন। পরে তার মৃত্যুর খবর জানিয়েছে উগান্ডা অলিম্পিক কমিটি।

উগান্ডা অলিম্পিক কমিটির সভাপতি ডোনাল্ড রুকারে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমাদের অলিম্পিক অ্যাথলেট রেবেকা চেপতেগেইয়ের দুঃখজনক মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। তার প্রেমিক তাকে যেভাবে আক্রমণ করেছিলেন, সেটা ছিল জঘন্য। এটি একটি কাপুরুষোচিত এবং বিবেকহীন কাজ। এর জন্য আমরা এক বড় মাপের ক্রীড়াবিদকে হারালাম। তাকে কেউ ভুলবে না।’

ইত্তেফাক/জেডএইচ
 
unib