বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

বছরের শেষ সূর্যগ্রহণ আজ

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৫:৪৯

চলতি বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে আজ বুধবার (২ অক্টোবর)। 

স্পেস ডটকমের তথ্য বলছে, সূর্যগ্রহণের দিন চাঁদ তুলনামূলক ছোট দেখাবে। এতে সূর্যের আলো ঢেকে যাবে এবং তৈরি হবে ‘রিং অব ফায়ার’। ‘রিং অব ফায়ার’ সূর্যগ্রহণ পূর্ণ সূর্যগ্রহণের থেকে আলাদা, যেখানে চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে দেয়।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই ‘রিং অব ফায়ার’ গ্রহণ ঘটবে ভারতীয় সময় রাত সোয়া ১২টায়। রাতের বেলা হওয়ায় ভারত, বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলো থেকে তা দেখা যাবে না। 
 
এই সূর্যগ্রহণ বুধবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটে (ভারতীয় সময়) শুরু হবে এবং পরের দিন অর্থাৎ দিবাগত রাত ৩টা ১৭ মিনিটে শেষ হবে।

 
এনডিটিভির তথ্য অনুযায়ী, বিরল এই সূর্যগ্রহণ প্রশান্ত মহাসাগরের কিছু অংশ, দক্ষিণ চিলি ও দক্ষিণ আর্জেন্টিনায় দৃশ্যমান হবে। হিন্দুস্তান টাইমস জানায়, আংশিক সূর্যগ্রহণ, যেখানে সূর্য একটি অর্ধচন্দ্রাকার হিসেবে দেখা যাবে। ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও হাওয়াইয়ের মতো বিভিন্ন স্থান থেকে দেখা যাবে। 

ইত্তেফাক/এআই
 
unib